সিলেটের বিশ্বনাথে ছয়দিনেও খোঁজ মেলেনি মায়ের কোল থেকে বানের জলে তলিয়ে যাওয়া একবছর বয়সী তাইয়্যিবার। ছোট্ট কন্যাসন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা। পরিবারে চলছে গগণবিদারী আহাজারি। তাইয়্যিবা উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল-জমশেরপুর গ্রামের মোটর মেকানিক জামাল উদ্দিনের মেয়ে।
সূত্র জানায়, অসুস্থতাজনিত কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন তাইয়্যিবা। সুস্থ হওয়ার পর গত শুক্রবার বিকেলে বন্যার কারণে নৌকাতে মায়ের কোলে বাড়ি ফিরছিল। ফেরার পথে রামপাশা গ্রামের পশ্চিমে মুজরাইপাড়া এলাকার একটি কালভার্টের সামনে প্রবল স্রোতের কবলে পড়ে তাদের বহনকারি নৌকা ডুবে যায়। এ সময় মায়ের কোল থেকে ফসকে পড়ে মুহূর্তেই বানের জলে তলিয়ে যায় তাইয়্যিবা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর। তিনি জানান, ‘ঘটনার দু’দিন পর প্রায় এক কিলোমিটার দূরে ডুবে যাওয়া নৌকার সন্ধান পাওয়া গেলেও এখনো খোঁজ মেলেনি শিশুটির। তার মা-বাবার কান্নায় ভারী হচ্ছে পরিবেশ। তাকে খুঁজে পেতে স্থানীয়ভাবে তৎপরতা চলছে।’
বিডি-প্রতিদিন/শফিক