সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছেন। শনিবার সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া ও হরিপুরে দুর্ঘটনা দুটি ঘটে। নিহত রাহেলা বেগম (৭০) জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গ্রামের কুটি মিয়ার স্ত্রী।
শনিবার বেলা দেড়টার দিকে আসামপাড়া মসজিদের কাছে ট্রাক ও ব্যাটারিচালিত টমটমের (ইজিবাইক) সংঘর্ষ হয়। এতে রাহেলা বেগম নিহত হন। আহত হন টমটমের আরও ৪ যাত্রী।
এদিকে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে হরিপুর গ্যাসক্ষেত্রের ৭নং কূপের সামনে লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির ৭ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন। তারা হলেন- জৈন্তাপুর থানার এসআই কাজী শাহেদুল ইসলাম, এসআই শহিদুল ইসলাম, কনস্টেবল মো. আল-আমিন ও মো. ফজলু মিয়া।
দুর্ঘটনার কথা স্বীকার করেছেন জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ।
বিডি প্রতিদিন/এএম