১৭ আগস্ট, ২০২২ ২০:০৬

‘দেশের রাজনীতি করোনা-ক্যান্সার থেকে ভয়াবহ রোগে আক্রান্ত’

সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ (সিলেট) :

‘দেশের রাজনীতি করোনা-ক্যান্সার থেকে ভয়াবহ রোগে আক্রান্ত’

বক্তব্য রাখছেন সংসদ সদস্য মোকাব্বির খান (ডানে)

গণফোরামের নির্বাহী সভাপতি, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, ‘স্বাধীনতার আগে কয়জন রাজনীতিবীদের বাড়ি গুলশান, বনানীতে ছিল? আগে যারা রাজনীতি করতেন তারা খুব ছোট ছোট বাড়িতে থাকতেন। আর যাদের অবস্থা ভালো ছিল তারা তা জনগণের জন্যে বিলিয়ে দিতেন। বঙ্গবন্ধুর কথা বলতে পারি, মরহুম তাজউদ্দিন ও বঙ্গবীর ওসমানীসহ অনেকেই আছেন।’ 

তিনি বলেন, ‘এখন আমাদের এখানেই সকল সমস্যা। বলতে আমার নিজেরও লজ্জা লাগে। আমাদের দুর্ভাগ্য। আমরা রাজনীতিটাকে এমন জায়গায় নিয়েছি যে, রাজনীতির নাম শুনলে সাধারণ মানুষ বিমুখ হয়ে যায়। বলে রাজনীতি মানেই নিজের পকেট ভরা আর বিলাসবহুল গাড়ি-বাড়ি বানানো। আজকের রাজনীতির চিত্র এমনই। রাজনীতি করোনা-ক্যান্সার থেকেও ভয়াবহ রোগে আক্রান্ত।’ 

আজ বুধবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এমপি মোকাব্বির খান এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘যারা রাজনীতিতে এসে হাজার হাজার, শত শত কোটি টাকার স্বপ্ন দেখেন নাই। গুলশান, বনানীতে বাড়ি করার ইচ্ছা করার পোষণ করেন নাই। বিদেশে টাকা পাচার করে, প্রাসাদ সমতুল্য বাড়ি করার চিন্তা করেন নাই। এরকম রাজনীতির কোন বিকল্প নেই। পৃথিবীর যত দেশ উন্নত হয়েছে- রাজনীতির মধ্য দিয়েই সমাজের পরিবর্তন এনেছে। রাজনীতির মধ্য দিয়েই অর্থনৈতিক মুক্তি এসেছে।’

বাউসী এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আশরাফ মিয়া। সদস্য আলী আকবর জাহেদের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দশঘর ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক আহমদ, নূর আলী, সমাজ সেবক হেলাল উদ্দিন, হেলাল মিয়া ও আফজল মিয়া প্রমুখ।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর