সিলেটের বিশ্বনাথে ছাত্রলীগ ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষকালে ভাঙচুর করা হয় পৌরশহরের আল-হেরা শপিং মল, আগুন দেয়া হয় এক ছাত্রশিবির কর্মীর মোটরসাইকেলে।
আজ রবিবার বেলা ১টার দিকে আল-হেরা শপিং সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশ্বনাথ থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বাসিয়া ব্রিজের উপর অবস্থান করছিলেন ছাত্রলীগ, যুুবলীগ ও সেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ। তখন মোটরসাইকেলে এ পথে আল-হেরা শপিং সিটির নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন ছাত্রশিবির কর্মী পৌরশহরের মোল্লারগাঁও গ্রামের আমজাদ হোসেন। এসময় তাকে ধাওয়া দিলে মোটরসাইকেল ছেড়ে দৌড়ে আল-হেরা মার্কেটে গিয়ে আত্মরক্ষা করেন তিনি। পরে আগুন দেয়া হয় তার ফেলে যাওয়া মোটরসাইকেলে। এক পর্যায়ে আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতারা আল-হেরা মার্কেটের দিকে এগুলো, মার্কেটের ব্যবসায়ীরা মিলে তাদের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পাল্টা ইটপাটকেলে জবাব দেয় ছাত্রলীগ। এক পর্যায়ে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি।বিডি প্রতিদিন/হিমেল