নগরীর কোতোয়ালি থানার কদমতলী এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ৪৮ বলে ধারণা পুলিশ ও প্রত্যক্ষদর্শীর। রবিবার সকাল ৯টায় এ ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত এএসআই আলাউদ্দিন করে বলেন, সকালে রেল লাইন পার হওয়ার সময় কদমতলী রেল লাইনে কাটা পড়ে অজ্ঞাত সেই ব্যক্তি।
তাকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মাথা ও পায়ে আঘাত ছিল। লাশ চট্টগ্রাম মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা