দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ দুর্বৃত্তরা ছিনতাইয়ের চেষ্টা করায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করেছে। রবিবার বিকালে এই ঘটনার পর বিমান থেকে পাইলট, ফার্স্ট অফিসার ও যাত্রীরা নিরাপদে নেমে গেলেও ভেতরে সন্দেহভাজন অস্ত্রধারী ব্যক্তির সঙ্গে দুই ক্রু রয়েছেন বলে জানা গেছে।
জরুরি অবতরণের পরপরই রানওয়েতে বিমানটি ঘিরে রেখেছে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ।
সূত্র জানায়, বিমানটি রবিবার বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে জরুরি অবতরণ করে। বিমানবন্দরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে সেখানে বিমান ওঠা-নামা বন্ধ রয়েছে।
সিভিল অ্যাভিয়েশন সচিব মহিবুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বিমানটির মধ্যে সন্দেহভাজ এক ব্যক্তি ও দুইজন ক্রু রয়েছেন। ঘটনার পরপরেই র্যাবের একাধিক গাড়ি বিমানবন্দরের মধ্যে প্রবেশ করেছে। বিমানবন্দরটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দরে বাইরে উৎসুক জনতা ভিড় করছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম