রবিবার বিকেল থেকে আলোচনায় ছিল দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ছিনতাইয়ের ঘটনা। ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ বিজি-১৪৭ দুর্বৃত্তরা ছিনতাইয়ের চেষ্টা করায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে। এরপর সন্দেহভাজ ছিনতাইকারীকে বিমানের ভেতরে রেখে কর্ডন করে রাখে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় কমান্ডো অভিযানের পর চট্টগ্রাম শাহ আমানত (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশ বিমানের ‘ময়ুরপঙ্খী’র মুক্ত হয় জিম্মিদশা থেকে। মাত্র ৮ মিনিটের কমান্ডো অভিযানে প্রায় চার ঘণ্টার শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটে। কমান্ডো অভিযানে নিহত হন ‘মাহাদী’ নামে এক ছিনতাইকারী।
এদিকে অভিযানের আগে বিমানের জরুরি অবতরণের পর বিমানের যাত্রীদের মধ্যে কয়েকজনকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিমানটির ডানা দিয়ে নামতে দেখা যায়। এসময় ওই আতঙ্কিত যাত্রীদের বিমানের ডানা থেকে লাফিয়ে নিচে নামতে দেখা যায়। আর এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোযাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দেখুন সেই ভিডিওটি-
বিডি প্রতিদিন/হিমেল