চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন শ্যামলী আবাসিক এলাকার ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আবরার মাহমুদ (১৩) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। সে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তাদের বাড়ি হাটহাজারীর ছিপাতলী এলাকায়। আজ মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে বলে জানান চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে উক্ত শিক্ষার্থীকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তার গলায় ফাঁস দেয়ার চিহ্ন দেখা গেছে। নিহতের বাবা মো. নূর নবী দুবাই প্রবাসী। মা সোলতানা রাজিয়া একটি মাদ্রাসার শিক্ষক। তার বড় বোন কলেজ ছাত্রী। তবে কি কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে, তা বিস্তারিত জানা যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার