চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে ইমরান চৌধুরী (৪৫) নামের এক ইউনিয়ন পরিষদের এক সদস্য নিহত হয়েছেন।
তিনি গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। গত সোমবার গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে ইউপি সদস্য ইমরান চৌধুরীর পিঠে ছুরিকাঘাতপ্রাপ্ত হয়ে সোমবার দুপুরে চমেকে ভর্তি হয়।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, ইউপি সদস্য ইমরানের নিহতের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন