চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে মো. মিজান (২১) ও মো. সুজন (২৮) নামের দুই দালালকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে হাসপাতালের বহির্বিভাগ থেকে তাদের আটক করা হয়। এর মধ্যে মো. মিজান রাঙ্গুনিয়া থানার নিশ্চিন্তাপুর এলাকার আবদুল মোতালেব ও মো. সুমন একই থানার পশ্চিম সরফভাটার শেখ আসাদুজ্জামানের ছেলে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, আটক দুইজনকে পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ আছে, চমেক হাসপাতালে দালালদের দৌরাত্ম কোনো মতেই ঠেকানো যাচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ নানা উদ্যোগ ও কঠোর অবস্থানে থাকলেও কমছে না দালাল। উল্টো প্রতিটি ওয়ার্ডের সামনে আশপাশের বেসরকারি হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্রগুলোর প্রতিনিধিরা কার্ড নিয়ে দাড়িয়ে থাকে। বিশেষ করে জরুরি বিভাগ, গাইনি ওয়ার্ড, শিশু, হৃদরোগ, মেডিসিন, অর্থোপেডিক, সার্জারি ও নিউরো সার্জারিসহ রোগী বেশি থাকে এমন ওয়ার্ডের সামনে ঘুর ঘুর করে দালালরা। ওয়ার্ডের সামনে অপেক্ষমান রোগীর স্বজনদের বিভিন্ন বিষয়ে ‘সিদ্ধান্তহীন’ দেখে এবং তাদের দুর্বলতার সুযোগকে পুঁজি করে বেসরকারি সেবা কেন্দ্র নিয়ে যায় বলে অভিযোগ আছে। এ নিয়ে বিভিন্ন সময় দালাল আটক করা হলেও তাদের ঠেকানো যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার