চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব।
গত মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোর্শেদুল আলম (২৫) ও মো. আব্দুল আজিজ (৩০)। গ্রেফতার মোর্শেদুল আলম সাতকানিয়ার ছদাহা গ্রামের এবং আব্দুল আজিজের বাড়ি কর্ণফুলী উপজেলার দক্ষিণ শিকলবাহা গ্রামে।
র্যাব-৭ চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক এএসপি মো. মাশকুর রহমান বলেন, ‘গোপন সূত্রে পাওয়া খবরে মইজ্জ্যারটেক এলাকার অভিযান চালিয়ে একটি স্যানিটারি দোকানের সামনে থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন