চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরির সামনে বাসের ধাক্কায় মো. হানিফ শেখ (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হানিফ শেখ বাগেরহাটের মোল্লার হাটের কদমতলী এলাকার ওমর শেখের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘শহর এলাকার ১০ নম্বর রুটের একটি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। এরপর চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বিডি প্রতিদিন/এনায়েত করিম