এবার গান বাজানোকে কেন্দ্র করে খুন হয়েছেন মোহাম্মদ জসিম নামে এক যুবক। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নুর উদ্দিন এবং মো. জাহেদ নামে দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত তিনটায় নগরীর আকবার শাহ থানার মালিপাড়া রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আকবর শাহ থানা ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে গান শোনা নিয়ে সিনিয়র ও জুনিয়র গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ পর্যায়ে জুনিয়র গ্রুপের সদস্যরা জসিমকে ছুরিকাঘাত করে। এতে তার মৃত্যু হয়।
ওসি বলেন, ‘সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধী চলে আসছিল। মেহেদী অনুষ্ঠানে গান শোনা নিয়ে তাদের মধ্যে হাতাহাতির হয়। এ পর্যায়ে জুনিয়র গ্রুপের সদস্যরা ছুরিকাঘাত করে জসিমকে হত্যা করে। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন