গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৪৩ লাখ ৮৬ হাজার টাকার বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
শুক্রবার সৌদি আরবের মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৩৮ ফ্লাইটে আসা ২৯ জন যাত্রীর কাছে এসব সিগারেট পাওয়া যায় বলে জানান কাস্টম হাউস চট্টগ্রামের উপ কমিশনার মো. রিয়াদুল ইসলাম।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ভোর ৫টা ৩৯ মিনিটে অবতরণ করা বিমানের ওই ফ্লাইটে আসা ২৯ জন যাত্রীর লাগেজ থেকে ৭ হাজার ১৮৩ মিনি কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।বিডি-প্রতিদিন/শফিক