চট্টগ্রামের মীরসরাইয়ে ছুরিকাঘাতে মো. রাকিব হোসেন (২২) নামের এক যুবক খুনের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলেন- হৃদয় (২১), রিপন (২৫), হাসান (২৩)। গত রবিবার রাতেই তাদে কে গ্রেফতার করা হয়েছে বলে জানান জোরারগঞ্জ থানার উপ পরিদর্শক সিরাজুল ইসলাম।
তিনি বলেন, রাকিব হোসেনকে খুনের দায়ে চার আসামির মধ্যে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। তাছাড়া বাকি একজন আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারী রাতে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরবাজারে রাকিব নামে এক যুবক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার