২৭ ফেব্রুয়ারি, ২০২০ ২০:১৪

মুজিববর্ষের আগেই পদবি পরিবর্তন চান মাঠ প্রশাসনের কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

মুজিববর্ষের আগেই পদবি পরিবর্তন চান মাঠ প্রশাসনের কর্মচারীরা

পদবি ও বেতন গ্রেড উন্নীত করাসহ ৯ দফা দাবিতে আন্দোলনে থাকা মাঠ প্রশাসনে কর্মরত তৃতীয় শ্রেণির সরকারী কর্মচারীরা মুজিববর্ষের আগে পদবি  পরিবর্তন দাবি করেছেন। বৃহস্পতিবার টানা তিন দিন কর্মবিরতির শেষ দিনের সমাবেশে কর্মচারিরা এ দাবি করেন। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশ  গতকাল শেষ হয়। গতকালও বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার কার্যালয়ে কর্মচারিরা কোনো ধরনের কাজে অংশগ্রহণ করেননি।  

গতকাল সকালে জেলা প্রশাসন প্রাঙ্গনে কর্মবিরতি উপলক্ষ্যে বাকাসস চট্টগ্রাম জেলার সভপতি মো. নাসির উদ্দিীন চৌধুরীর সভপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সহসভাপতি স্বদেশ শর্মা, আন্দোলন বাস্তবায়ন  কমিটির আহবায়ক উদয়ন কুমার বড়–য়া, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক এস এম আরিফ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন ও নুরুল মুহাম্মদ কাদের, চৌধুরী নিউটন বড়–য়া, বাকাসস চট্টগ্রাম জেলার প্রদীপ কুমার চৌধুরী, কাজলী দেবী, আবদুল মন্নান, বেগম সাদিয়া নুর, সফিউল আলম, মো. জাহাঙ্গীর আলম, রিয়াজ উদ্দিন আহমদ, নাজিম উদ্দিন চৌধুরী, শোয়াইব মো. দুলু, পরাগ মনি, অপর্ণা দাশ, সাইদুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ এরশাদ আলম ও শুভ্রা চাকমা।       

সমাবেশে বক্তরা বলেন, ‘দেশে বর্তমানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুবিজুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে উৎসব চলছে। আমরাও এ উৎসবে ওতপ্রোতভাবে অংশ নিতে চাই। তাই আসন্ন মুজিববর্ষের আগেই যেন আমাদের  পদ পদবি পরিবর্তন ঘোষণা দেওয়া হয়। তখন আমরা মনে করব মুজিববর্ষ উপলক্ষ্যে এটিই আমাদের মূল্যবান উপহার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটিই আমাদের প্রত্যাশা।’

বক্তারা বলেন, ‘বাংলাদেশ সচিবালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ, হিসাব রক্ষণ অফিস, সিএমএম কোর্ট, কৃষি বিভাগ, প্রাণিসম্পদ অধিদপ্তর, সংসদ সচিবালয় অফিস সমুহে সমপদের বিভিন্ন পদের পদবি ও গ্রেড পরিবর্তন করা হয়েছে। শুধুমাত্র ইউএনও, ডিসি ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত অফিস সহকারীগণ চাকরিতে জীবন শেষেও কোনো পদোন্নতি না পেয়ে একই পদে থেকেই অবসরে যাচ্ছেন। তাই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, এসডিজি বাস্তবায়ন ও রূপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে মাঠ প্রশাসনে কর্মরত সহকারীদের কাজের গতিশীলতা অব্যাহত রাখতে পদোন্নতিসহ পদবী পরিবর্তন করার দাবি জানাই।’

বিডি প্রতিদিন/মজুমদার/রেজা মুজাম্মেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর