৪ জুলাই, ২০২০ ২১:২৪

হালদা নদী থেকে তিন হাজার মিটার জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

হালদা নদী থেকে তিন হাজার মিটার জাল জব্দ

উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রে প্রায় তিন হাজার মিটার ঘেরা জাল ও ভাসা জাল জব্দ করা হয়। আজ দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত  হালদা নদীর সাত্তার ঘাট থেকে নাজির হাট পর্যন্ত অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন। 

হালদা নদীর জীববৈচিত্র রক্ষায় উপজেলা প্রশাসন সর্বমোট প্রায় ১১৬টি অভিযান পরিচালনা করে। এ সব অভিযান প্রায় এক লাখ মিটারের বেশি জাল জব্দ করা হয়। হালদা নদীর মা মাছ ও ডলফিন রক্ষার এ অভিযান পরিচালিত হয়।  

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘হালদা নদীর বিভিন্ন অংশে চোরা মাছ শিকারীদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। গতকাল দুপুরে অভিযান পরিচালনাকালে প্রায় ৩ হাজার মিটার ঘেরা জাল ও ভাসা জাল জব্দ করা হয়। গত প্রায় দেড় বছরে হালদা নদীর জীববৈচিত্র রক্ষায় উপজেলা প্রশাসন সর্বমোট প্রায় ১১৬টি অভিযান পরিচালনা করে। এ নদীর মা মাছ ও ডলফিন রক্ষার অভিযান অব্যাহত থাকবে।’


বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর