চট্টগ্রাম অভিযান চালিয়ে বিপুল ইয়াবা ও চোলাই মদসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুরে নগরীর পৃথক দুটি এলাকায় অভিযান দুটি পরিচালিত হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন মো. আলম (৪১), মো. জুবায়ের (৩২), মো. জুবায়ের (২০) এবং জামাল হোসেন (৩০)।
একই সময় পাথরঘাটা এলাকায় অপর একটি অভিযান চালিয়ে এক হাজার লিটার চোলাই মদসহ সাগর দাশ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় নগরী পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার