১৯ অক্টোবর, ২০২০ ১৯:২৭

চসিকের অভিযানে ম্যাজিস্ট্রেটকে বাধা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চসিকের অভিযানে ম্যাজিস্ট্রেটকে বাধা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতকে বাধা দেওয়ার অভিযোগ ওঠেছে। 

সোমবার সকালে নগরের বায়েজিদ থানাধীন তারা গেইট থেকে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন রোড ও শেরশাহ্  আবাসিক রোডের দুই পার্শ্বে অবৈধভাবে গড়ে দোকান-পাট উচ্ছেদ করতে গেলে স্থানীয়রা ভ্রাম্যমাণ আদালতকে বাধা দেয়। তবে আদালত অবৈধভাবে গড়ে ওঠা দোকান-পাটসহ দুইশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস বলেন, ‘অভিযানে প্রথমে স্থানীয় কিছু মানুষ বাধা দেওয়ার চেষ্টা করছিল। পরে ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে গড়ে ওঠা দুই শতাধিক দোকানসহ নানা স্থাপনা উচ্ছেদ করে। এর আগে গত রবিবারও নগরের বায়েজিদ এলাকার শেরশাহ মেইন রোড, শিল্প এলাকা রোড ও আবাসিক এলাকা রোডের প্রায় দুই শতাধিক অবৈধ দোকানপাট ও দখলদারকে উচ্ছেদ করা হয়।’        

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর