চট্টগ্রামে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন মোহাম্মদ তারেক এবং আল আমিন।
সোমবার জেলার চন্দনাইশ থানাধীন দোহাজারি এলাকায় এ অভিযান চালানো হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার এম এম রশিদুল হক বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারি এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা