ফ্রান্সে মহানবীর অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেওয়া বক্তারা বলেছেন, বাংলাদেশসহ মুসলিম বিশ্বকে ফ্রান্সের সঙ্গে কূটনেতিক সম্পর্ক ছিন্ন ও ফ্রান্সের তৈরি সকল পণ্য বর্জন করতে হবে।
গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে সোমবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রধান বক্তা ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার।
মিডিয়া কমিটির প্রধান অধ্যক্ষ আবু তালেব বেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের পূর্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় মহাসচিব শাহজাদ ইবনে দিদার, সাংগঠনিক সম্পাদক মাহাবুব এলাহী সিকদার, চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক সেকান্দর হোসেন মিয়া, উত্তর জেলার সহ-সভাপতি মাওলানা ইয়াছিন হায়দরী, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাস্টার, রাঙ্গুনিয়া উপজেলার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ডবলমুরিং থানার সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আলকাদেরী, কোতোয়ালী পূর্বের সাধারণ সম্পাদক জাহেদ হোসেন, চান্দগাঁও থানার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ প্রমুখ।
সভায় প্রস্তাবনা পেশ করেন এরশাদ খতিবী। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালদিঘি চত্বরে গিয়ে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিট থেকে হাজারও নেতাকর্মী বয়কট ফ্রান্স স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/ফারজানা