দক্ষিণ আফ্রিকা থেকে কাঠ ও জাতিসংঘ মিশনের গাড়ি নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার পথে পানামা পতাকাবাহী এমভি নিউ কারেজ নামক জাহাজের একজন নাবিকের মৃত্যু হয়েছে। ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া জাহাজটির সেকেন্ড অফিসার ফিলিপাইনের নাগরিক জেসি ইকেটার (৫২)।
আজ বৃহস্পতিবার সকালে পানামা পতাকাবাহী ওই জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে আসে।
বন্দর সূত্রে জানা যায়, জাহাজের সেকেন্ড অফিসার ফিলিপাইনের নাগরিক জেসি ইকেটার গত ২৪ অক্টোবর ম্যালেরিয়ায় আক্রান্ত হন। এরপর থেকে মরদেহটি জাহাজেই ফ্রিজিং করে রাখা হয়েছিল। আজ জাহাজটি বন্দরের এনসিটি-১ জেটিতে আনা হয়।
এরপর নিয়ম মতে ওই ব্যক্তিকে নামানো হবে। পরে ময়নাতদন্ত শেষে লাশ যথাযথ কর্তৃপক্ষকে হস্তান্তর কিংবা স্থানীয় শিপিং এজেন্টের মাধ্যমে ফিলিপাইন পাঠানো হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর