চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় রাস্তার পাশের একটি পাহাড়ের পাদদেশ থেকে আবু হানিফ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর দেড়টার দিকে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ মরদেহ উদ্ধার করে। তার বাসা নগরীর দামপাড়া এলাকার বেটারীগলিতে বলে জানান স্থানীয়রা।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, টাইগারপাস পেট্রলপাম্পের বিপরীতে পাহাড়ের পাদদেশ থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট আসলে
মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার