চট্টগ্রাম অভিযান চালিয়ে ১৩০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী হলেন-সুজন দাস।
সোমবার বিকেলে নগরীর ডবলুমরিং থানাধীন সিইউএফএল রোডস্থ পায়েল স্টোরের সামনে এ অভিযান চালানো হয়।
মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুজন দাস নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
তার কাছ থেকে ১৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃত সুজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই