চট্টগ্রামে সাড়ে ৫১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭। তারা হলেন- মো. জাফর (৬৫) আব্দুল করিম (৩৩)। শুক্রবার রাতে আনোয়ারা উপজেলার রায়পুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে স্পিড বোটে করে আনোয়ারায় আসছে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ৫১ হাজার ৬২৫ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, ইয়াবা পাচার চক্রের সদস্যরা বেশ কিছু দিন ধরে সাগর পথে মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে আসছে। অভিন্ন কায়দায় আরো কয়েকটি চালান আনে তারা।
বিডি প্রতিদিন/এএম