চট্টগ্রামের বাঁশখালীর প্রাইভেটকার চালক শাহ আলম খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টেগেশন (পিবিআই)। তারা হলেন- শহিদুল ইসলাম কায়সার প্রকাশ বেলাল ও নুরুল আমিন প্রকাশ রনি। শনিবার রাতে নগরীর ডবলমুরিংয়ের চৌমুহনী চাড়িয়া পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। সোনার বার পাচার সংক্রান্ত পূর্ব বিরোধের জের শাহ আলমকে ডেকে নিয়ে নেশা জাতীয় পানীয় খাইয়ে হাতুড়ির আঘাতে তাকে খুন করা হয়েছে। এরপর বস্তাবন্দি লাশ ফেলা হয় বাঁশখালীর সড়কে। গ্রেফতারের পর বেলালের দেয়া তথ্য মতে বাঁশখালীর তৈলারদ্বীপের ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করা হয়। মুহুরিগঞ্জ হাইওয়ে থানা এলাকা থেকে উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএম