চট্টগ্রামে ধানক্ষেতে তৈরি করা বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে এক বন্য হাতির মৃত্যু হয়েছে। শনিবার ভোরে জেলার সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
সাতকানিয়া থানার এসআই রমজান আলী বলেন, সোনাকানিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে একটি হাতির মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে বন বিভাগ, উপজেলা প্রাণিসম্পদ বিভাগ এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ময়নাতদন্ত করার পর হাতির মরদেহটি পুঁতে ফেলা হবে।
স্থানীয়রা জানান, প্রায় সময় এ গ্রামে বন্য হাতির পাল নামে। হাতির দল চাষাবাদের জমি নষ্ট করে দেয়। হাতির আক্রমণ থেকে ধান বাঁচাতে জমির চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে ঘেরাও করে রাখে স্থানীয়রা। এছাড়া জমিতে বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে রাখে। শুক্রবার রাতে বন থেকে আসা হাতি ধান নষ্ট করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
বিডি প্রতিদিন/ফারজানা