মুজিব শতবর্ষ উপলক্ষে চট্টগ্রাম উইজার্ড আয়োজিত এসএসসি ব্যাচ ভিত্তিক টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ট্রফি ফাইটার্স। শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে ট্রফি ফাইটার্স ৭ রানে হারিয়েছে মিলেনা-২০০০’কে। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও সিজেকেএস নির্বাহী সদস্য আবুল হাশেম, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম, মুহাম্মদ সেলিম, সাইফল্লাহ চৌধুরী, মাহবুবুল করিম মিঠ প্রমুখ।
এর আগে ফাইনালে প্রথমে ব্যাট করে ট্রফি ফাইটার্স ১৩২ রান সংগ্রহ করেন। জবাবে ১২৫ রানে থেমে যায় মিলেনার ইনিংস। ট্রফি ফাইটার্সের আরিফ হ্যাট্টিকসহ ৫ উইকেট নিয়ে ম্যান অফ দা ফাইনাল নির্বাচিত হন। টুর্নামেন্টের বেস্ট বোলারও আরিফ নির্বাচিত ১০ উইকেট নিয়ে। সেরা বেটার বিজিত দলের সাবিব এবং ম্যান অফ দা টুর্নামেন্ট বিজিত দলের জাহিদ।
বিডি প্রতিদিন/এএম