চট্টগ্রাম নগরের পতেঙ্গার পূর্ব কাটগড় তিনতলা মসজিদ এলাকায় খেলতে গিয়ে দেয়াল ধসে ইমু আক্তার (৯) নামে চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আসমা ও দীনা নামে আরও দুই শিশু আহত হয়। নিহত ইমু আক্তার ওই এলাকার মো. ইদ্রিসের মেয়ে। আহতরাও একই এলাকার বাসিন্দা।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ইমুসহ চারজন শিশু একটি খেলার মাঠে এক সঙ্গে খেলা করছিল। এ সময় পার্শ্ববর্তী নির্মাণাধীন একটি দেয়াল ধসে ইমু ও তার বান্ধবীদের গায়ে পড়ে। এতে তারা গুরুতর আহত হয়।
পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক ইমুকে মৃত ঘোষণা করেন। বাকী দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
বিডি প্রতিদিন/আবু জাফর