চট্টগ্রাম রেল স্টেশন এলাকা থেকে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতার হওয়া ওই যুবকের নাম মো শান্ত। শনিবার দুপুরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ৪নং প্লাটফর্ম থেকে তাকে গ্রেফতার করা হয়।
রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো হাছান চৌধুরী বলেন, শনিবার দুপুরে চট্টগ্রাম রেল স্টেশন এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ৮শ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতারা করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম