সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেছেন, সরকার গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য কোটার ব্যবস্থা করেছেন। গৃহহীনদের জন্য ঘর, বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং মুক্তিযোদ্ধা ভাতাসহ নানান উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের এমন সফলতার জন্য বাংলাদেশ আজ বিশ্বে নতুন পরিচিতি পেয়েছে।
শনিবার পাহাড়তলীর একটি কমিউনিটি সেন্টারে সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নরুল আমিনের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
কাউন্সিলর নুরুল আমিনের সভাপতিত্বে সুধী সমাবেশে মহানগর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক দিদারুল আলম দিদার, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, কাউন্সিলর জাহেদা বেগম পপি, সাবেক কাউন্সিলর এইচ এম সোহেল, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শওকত আলী, এবিএম লুৎফুল হক খুশি, বীর মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন, এরশাদুল আমীন, ডা. আরিফুল আমীন, সুমন দেবনাথ, রুবেল আহমেদ বাবু, জাহাঙ্গীর বেগসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন