বঙ্গোপসাগরের দুর্ধর্ষ ‘জলদস্যু’ গ্রুপ কামাল বাহিনীর প্রধানসহ পাঁচ জলদস্যুকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন- কামাল বাহিনীর প্রধান মো. কামাল, নুর নবী, মো শামীম, মো অ্যানি এবং মো. ফেরদৌস। অভিযানে তাদের জিম্মি দশা থেকে চার জেলেকে উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে নগরীর ইপিজেড থানার আকমল আলী সড়কের একটি ভবনে এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউসুফ বলেন, ‘গত ১১ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরের চট্টগ্রাম-হাতিয়া চ্যানেল থেকে কয়েকজন জেলেকে অপহরণ করে কামাল বাহিনী। পরে ট্রলারসহ তাদের জিম্মি করে মুক্তিপণ দাবি করে। গোয়েন্দা সুত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর আকমল আলী রোডে অভিযান চালানো হয়। অভিযানে কামালসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আকমল আলী সড়কে সাগর তীরে বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে একটি নৌকায় জিম্মি হয়ে থাকা চার জেলেকে উদ্ধার করে র্যাব। অভিযানে একটি এক নলা বন্দুক, দুইটি ওয়ান শুটার গান ও কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব জানায়- কামাল বাহিনী নোয়াখালী কেন্দ্রিক জলদস্যূ বাহিনী। এ বাহিনীর প্রধান কামাল। তার পরিকল্পনা অনুযায়ী সাগরে জেলেদের অপহরণসহ অপরাধ কর্মকাণ্ড পরিচালিত হয়। নুর নবী বিভিন্ন ট্রলার ও টাকা-পয়সার বিষয়ে তথ্য সংগ্রহ করতেন। শামীম ও অ্যানি অপহৃতদের নির্যাতন করে টাকা আদায়ের জন্য সেগুলো স্বজনদের টেলিফোনে শোনাতেন।
বিডি প্রতিদিন/এএম