চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় একটি স্কুলের পাশ থেকে এক নবজাতক মেয়ে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই শিশুটিকে উদ্ধার একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ইতিমধ্যে শিশুটিকে দত্তক দেয়ার জন্য প্রায় ২৫ দম্পতি আগ্রহ রয়েছে। আইনগতভাবে সবকিছু ঠিক থাকলে যে কোনো এক পরিবারকে হস্তান্তর করা হবে।
বুধবার সকালের দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে এ নবজাতককে উদ্ধার করা হয় বলে জানান সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আহমেদ খান।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আহমেদ খান বলেন, উদ্ধারকৃত শিশুটিকে দেখতে উপজেলার ইউএনও এবং প্রশাসনের দায়িত্বশীল কর্মকতাসহ আমরা হাসপাতালে গিয়েছি। এর আগে বুধবার ভোরে এক নবজাতক শিশুকে আনা হলে চিকিৎসার ব্যবস্থা শুরু হয়। বর্তমানে শিশুটি সুস্থ আছে। তাছাড়া হাসপাতালের আনার প্রায় ২৪ ঘণ্টা আগেই শিশুটির জন্ম হয়েছে বলে চিকিৎসকরা জানান।
তিনি বলেন, এই শিশুটিকে দত্তক নিতে ইতিমধ্যে ৫০ পরিবার আগ্রহ প্রকাশ করেছেন। বিষয়টি আইনগত হওয়ায় ইউএনও এবং আদালত বিবেচনা করবেন। এতে আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন বলে জানান তিনি।
নাম প্রকাশ না করার শর্তে দত্তক নিতে আগ্রহী একজন ব্যক্তি বলেন, চার বছর আগেই বিয়ে করেছি। একটি সন্তান হওয়ার পর মারা গেছে। এরপর আমার স্ত্রী মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। তাছাড়া আর কোন সন্তান হয়নি আমাদের। আমাদের ঘরটি শূণ্য রয়েছে। এই শিশুটি পেলে শূণ্য ঘরে আলো আসবে। এতে আইনগত যা যা করতে হয়, সেগুলোর সকল প্রক্রিয়া শেষ করে হলেও শিশুটিকে আমরা নিতে চান বলে জানান তিনি।
স্থানীয় সাধারণ মানুষ সূত্রে জানা গেছে, সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের পাশে সকাল সাড়ে ৭ টার সময় দেখা গেছে একটি নবজাতক শিশু। কে বা কারা একটি নবজাতক মেয়েকে ফেলে চলে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে স্বর্ণদীপ ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়।
বিডি প্রতিদিন/এএম