দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৭। তারা হলেন- মো মামুন, মো আলী, মো এনায়েত উল্লাহ শান্ত এবং মো রাসেল। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম ভুজপুরের নারায়নহাট, ফটিকছড়ি এবং কুমিল্লার দেবিদ্বারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক নুুরুল আবছার বলেন, গত ৫ জানুয়ারি ফটিকছড়ির একটি বেসরকারি প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের হওয়া মামলার ছায়া তদন্ত শুরু করে র্যাব। গত বৃহস্পতিবার থেকে ২৪ ঘণ্টায় কুমিল্লা এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ডাকাতির মালামাল উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ