চট্টগ্রামের আনোয়ারার ইমাম আজম (র.) ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন একাডেমির এক আবাসিক শিক্ষার্থীকে (১২) নির্যাতনের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক আবু হানিফকে (৩০) কারাগারে পাঠিয়েছে আদালত। ওই শিক্ষার্থীর মায়ের করা মামলায় শুক্রবার রাতে ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত শিক্ষকের বাড়ি মাদ্রাসার পাশে।
আনোয়ারা থানার ওসি মীর্জ মোহাম্মদ হাসান জানান, ওই শিক্ষক শিক্ষার্থীকে শাস্তি দেয়ার নাম করে ব্লেড দিয়ে পিঠে আঁচড় দিয়েছে। শিক্ষার্থীর মায়ের মামলা দায়েরের পর পুলিশ শুক্রবার রাতে ওই মাদ্রাসা থেকে শিক্ষককে আটক করে শনিবার আদালতে পাঠায়। শনিবার আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/এএম