চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন-মো রিদওয়ান ওরফে হৃদয় ও মো. রিদওয়াদন।
অভিযানে তাদের কাছ থেকে ১০০ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাস। শুক্রবার রাতে মহাসড়কের কর্ণফুলী থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, মাইক্রোবাস করে কক্সবাজারের দিকে ফেনসিডিলের চালান নিয়ে যাওয়া হচ্ছে-এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে একটি মাইক্রোবাসে তল্লাশি করে একশ পিস ফেনসিডিল জব্দ করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় একটি মামলা দায়ের করা হয় কর্ণফুলী থানায়।
বিডি প্রতিদিন/এমআই