চট্টগ্রামে অভিযান চালিয়ে ২০ বছর ধরে হত্যা মামলার দন্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম দিদারুল আলম। মঙ্গলবার রাতে জেলার হাটহাজারী থানাধীন হাটহাজারী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া দিদারুল আলমের বিরুদ্ধে হত্যা ডাকাতিসহ মোট তিনটি মামলা রয়েছে।
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, ২০০৩ সালে ডাকাতির সময় চিনে ফেলায় জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় প্রতিবেশী ফজল আহাম্মদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের কয়েকদিন পর দিদার গ্রেফতার হলেও পরে জামিনে বের হয়ে আত্মগোপন করেন। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ২০ বছর পর দিদারকে গ্রেফতার করা হয়। তাকে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়।
তিনি বলেন, ‘গত বছরের ৩০ মে এ হত্যা মামলার বিচার প্রক্রিয়া শেষ হয়। এ হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত দিদারকে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়।
বিডি প্রতিদিন/এএম