ইয়াবা পাচারের রুট পরিবর্তন করেও রক্ষা পাননি মো. রাশেদ নামে এক ইয়াবা ব্যবসায়ী। র্যাবের অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবা নিয়ে গ্রেফতার হন রাশেদ। বৃহস্পতিবার রাতে নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া রাশেদ পটিয়া পৌরসভার আবদুল হামিদের ছেলে।
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, মাদক ব্যবসায়ীরা সাধারণ ইয়াবা পাচারের জন্য শাহ আমানত সেতু ব্যবহার করেই ইয়াবার চালান নিয়ে নগরীতে প্রবেশ করে। কিন্তু রাশেদ ওই রুট ব্যবহার না করে কালুঘাট সেতু হয়ে ইয়াবার চালান নিয়ে নগরীতে প্রবেশের চেষ্টা করে। গোপন সূত্রে এ খবর পেয়ে কালুরঘাট সেতু এলাকায় চেকপোস্ট বসিয়ে রাশেদকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে ১২ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহার করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল