বিপন্ন প্রজাতির একটি ‘চশমাপরা হনুমান’ পাচারের দায়ে জসিম উদ্দিন (৪০) নামের এক পাচারকারীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই আদালত পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক। অভিযুক্ত জসিম চকরিয়া পৌরসভার বাসিন্দা।
চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন জানান, বাসের বক্সের ভেতরে করে হনুমানটি ঢাকায় নেওয়ার চেষ্টা করেছিল জসিম। খবর পেয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া ফিলিং স্টেশনের সামনে বাসটিতে তল্লাশি চালিয়ে হনুমানটি উদ্ধার করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড দেয়। এছাড়া বনবিভাগের মাধ্যমে হনুমানটি চিড়িয়াখানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জানা গেছে, এই প্রজাতির হনুমানটি বর্তমানে বিপন্ন প্রায়। হনুমানটির পুরো মুখ ধুসর কালে রঙের হলেও চোখের চারপাশে চশমা আকৃতির সাদা বৃত্তের মতো দেখায়। এ কারণে এটি ‘চশমাপরা হনুমান’ নামে পরিচিত।
বিডি প্রতিদিন/এএম