চট্টগ্রামে পৃথক ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তারমধ্যে নগরীর বায়েজিদ লিংক রোডে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি দুই যাত্রী ও রাঙ্গুনিয়া উপজেলায় ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার পৃথক সময়ে এ দুই ঘটনা ঘটে।
জানা যায়, নগরীর বায়েজিদ লিংক রোডে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার মো. মনির (৫০) ও বগুড়ার শাহাজানপুর থানার জিয়াউর রহমান (৪০) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অটোরিকশার চালক মো. শহীদ (৩২)। শুক্রবার ভোরে ফৌজদারহাট বাংলাবাজার বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ রানা বলেন, একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে চমেক হাসপাতালে পাঠানো হয়। কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
অপরদিকে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে ভিমরুলের কামড়ে রাজা মিয়া (৪০) নিহত হয়েছেন। তিনি ওই এলাকার এনামুল হকের ছেলে। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তিনি দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিউল আলম জানান, সকালে রাজা মিয়া প্রতিবেশী নুরু মিয়ার গাছ কাটতে যায়। এসময় অসংখ্য ভিমরুলের ফুটানো হুলে আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম