কৃষক এবং আড়ত মালিকের দেয়া তথ্য অনুযায়ী হিসাব করে দেখা হয়, প্রতিটি তরমুজের উৎপাদন খরচ ১০০ টাকা। কিন্তু সেগুলো আড়তে পাইকারিতে বিক্রি হচ্ছে ২০০ টাকার বেশি এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৩৩০ টাকা পর্যন্ত।
সোমবার দুপুরে নগরের কোতয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজারের তরমুজের পাইকারি আড়তগুলোতে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান দল বাজার মনিটরিংয়ে গিয়ে এ চিত্র দেখতে পান। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। উপস্থিত ছিলেন সহকারী কৃষি বিপণন কর্মকর্তা আবু বকর।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী যেকোনো ফলে উৎপাদন পর্যায়ে সর্বোচ্চ ৩০ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ২০ শতাংশ লাভের বিধান রয়েছে। এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য তাদেরকে চূড়ান্তভাবে সতর্ক করা হয় এবং ক্রয় বিক্রয় রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করায় ইসলাম ট্রেডার্সকে ৫ হাজার এবং মদিনা ফার্মকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘বাজারে আমাদের কঠোর নজরদারি অব্যাহত আছে। চিনি, চাল, এলাচ, সেমাই, খেজুর, তরমুজসহ বিভিন্ন পণ্যের পাইকারি বাজারে অভিযান চলছে। ভেজালবিরোধী অভিযান চলমান রয়েছে। আমাদের ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত বাজার তদারকি করছেন। কোনভাবেই বাজারকে অস্থিতিশীল করা যাবে না।
বিডি প্রতিদিন/এএম