চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার সাম্পান ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ-পুলিশের ওসি একরাম উল্লাহ বলেন, উদ্ধার করা যুবকের মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন থানা ও পুলিশের হেড কোয়ার্টারে তথ্য পাঠানো হয়েছে। উদ্ধার করা যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর এবং তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং মুখে দাড়ি রয়েছে।
পুলিশ জানায়, স্থানীয়রা কর্ণফুলী নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে নৌ পুলিশকে খবর দেয়। এরপর ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
বিডি প্রতিদিন/নাজমুল
শহীদ নাজমুল কাজীর পরিবারের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন
২০২৪ সালের জুুলাই মাসের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক নতুন আলোড়নের নাম। রক্ত নদী পেরিয়ে আসা এই বিজয়ে প্রাণ গেছে হাজারো মানুষের। জীবন দিয়ে দেশকে বাঁচানো সেই সূর্য সন্তানদের একজন নাজমুল কাজী। আন্দোলনের উত্তাল সময়ে জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করেছিলেন নাজমুল। খাদ্য ও পানীয় বিতরণের সময় পুলিশের গুলিতে নির্মমভাবে প্রাণ হারান তিনি।
নাজমুল কাজীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়া তার পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা ফাউন্ডেশন। এক অনুষ্ঠানের মাধ্যমে তার পরিবারের কাছে তুলে দেয়া হয়েছে আর্থিক সহায়তা। এই উদ্যোগের মাধ্যমে ফাউন্ডেশনটি দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আত্মত্যাগকারী বীরদের পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
আজ নাজমুল কাজীর স্ত্রী মারিয়া সুলতানা ও আড়াই বছরের কন্যা আরিয়ানা কাজী নুজাইরার হাতে এ সহায়তা তুলে দেয়া হয়। বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শহীদ নাজমুল কাজীর পরিবারের হাতে ৩ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সভাপতি নন্দিত কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল হাই ,বসুন্ধরা গ্রুপের প্রেস এন্ড মিডিয়া অ্যাডভাইজার আবু তায়েব। বক্তারা বলেন, "যে সাহসিকতা ও আত্মত্যাগের সঙ্গে নাজমুল কাজী দেশমাতার জন্য জীবন দিয়েছেন, তা চিরদিন স্মরণীয় থাকবে। তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।"
ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করার পাশাপাশি নাজমুল কাজীর পরিবারকে প্রয়োজনে আরও সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়।
নাজমুল কাজীর স্ত্রী মারিয়া সুলতানা বলেছেন, "আমার স্বামী আমাদের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন। আজ বসুন্ধরা ফাউন্ডেশন আমাদের পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছে তার আত্মত্যাগ জাতি ভুলে যায়নি। এই সহায়তা আমাদের নতুন করে বাঁচার শক্তি ও সাহস দিচ্ছে।"
বিডি প্রতিদিন/নাজমুল
নদীতে ভাসমান যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার সাম্পান ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ-পুলিশের ওসি একরাম উল্লাহ বলেন, উদ্ধার করা যুবকের মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন থানা ও পুলিশের হেড কোয়ার্টারে তথ্য পাঠানো হয়েছে। উদ্ধার করা যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর এবং তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং মুখে দাড়ি রয়েছে।
পুলিশ জানায়, স্থানীয়রা কর্ণফুলী নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে নৌ পুলিশকে খবর দেয়। এরপর ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
বিডি প্রতিদিন/নাজমুল