চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড বোরহানকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর বাহির সিগন্যাল এলাকার ফোরএইচ গ্রুপের একটি কারখানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড আরেক সন্ত্রাসী বোরহানকে বাহির সিগন্যাল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শিগগিরই ছোট সাজ্জাদকেও আমরা ধরতে পারবো বলে আশা করছি, আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
জানা যায়, ছোট সাজ্জাদ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। একের পর এক খুন করলেও অধরা থেকে যান তিনি। গত বছরের ৫ ডিসেম্বর অক্সিজেন মোড়ে তাকে ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যান তিনি। ওই সময় তার ছোড়া গুলিতে পুলিশের দুই সদস্যসহ মোট চারজন গুলিবিদ্ধ হয়েছিল।
এর আগে ২১ সেপ্টেম্বর চান্দগাঁও থানার অদূরপাড়া জাগরণী সংঘ ক্লাব সংলগ্ন একটি চায়ের দোকানে মাইক্রোবাস থেকে নেমেই স্থানীয় ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসীনকে (২৭) গুলি করে হত্যা করে সাজ্জাদ বাহিনী। ২৯ আগস্ট অক্সিজেন-কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮) নামে দুজনকে হত্যা করা হয়।
এলাকায় আধিপত্য বিস্তার, ব্যবসা ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে দুপক্ষের দ্বন্দ্বের জেরেই এ খুন হয়। এই চাঞ্চল্যকর ডাবল মার্ডারের ঘটনায় দুই মামলায় সাজ্জাদ ও তার সহযোগীদের আসামি করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল