চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি, দখলদারিত্ব ও কৃষক খুনের মত নেক্কারজনক ঘটনার সাথে সম্পৃক্ত তারা বিএনপির কেউ নয়। তারা বিএনপিতে অনুপ্রবেশকারী আওয়ামী এজেন্ট। তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
শুক্রবার সমসাময়িক বিষয় নিয়ে ফটিকছড়ির নাজিরহাটে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, ফটিকছড়ির বিভিন্ন খালে অবৈধ বালু উত্তোলন, বন থেকে কাঠ পাচার করা হচ্ছে। কৃষি জমির টপ সয়েল কাটা হচ্ছে। এসব বিষয়ে প্রশাসন নিরব থাকার কারণে তারা জনমনে প্রশ্নবিদ্ধ হচ্ছে। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল। এ দল গণমানুষের কণ্ঠস্বর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসীদের স্থান নাই। যারা অন্যায় করছে বিএনপির নাম ভাঙিয়ে তাদের বিরুদ্ধে প্রশাসনকে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং এ ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীরা পাশে থাকবে।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, বিএনপি নেতা ফরিদুল আলম, মহিন উদ্দিন আজম তালুকদার, সফিউল আলম, মিঞা মোশরাফুল আনোয়ার মশু, নূরুল আবছার, জিয়াউল ফরহাদ, গাজী আমান উল্লাহ, মোজাহারুল ইকবাল লাভলু, নূরুল আলম, মো. মানিক, মো. একরাম, মো. আফাজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, মোজাম্মেল হোসেন অভি, আলা উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল