চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাড়ে ১৫ লাখ টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এসময় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাঙ্গুনিয়া পৌরসভার কমিউনিটি সেন্টারের সামনে কাপ্তাই সড়ক থেকে সিগারেটসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, লোহাগাড়ার পুটিবিলা এলাকার রায় মোহনের ছেলে দিপঙ্কর বড়–য়া (৪৫) ও লংগদুর বগা চত্বর ইউনিয়নের আবুল হোসেনের ছেলে ওমর ফারুক (৩০)।
রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, অভিযানে ৪ বস্তা সিগারেট, একটি সিএনজি অটোরিকশা ও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমদানি নীতি ভঙ্গ করার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম