চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাহারটিলা এলাকায় শাহাদাত হোসেন জুনায়েদ (১৩) নামে এক শিক্ষার্থী বিষপান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত জুনায়েদ ফটিকছড়ির ভূজপুরের ন্যাশনাল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। তিনি বাহারটিলা এলাকার কৃষক আবুল হাশেমের ছেলে।
ভূজপুর থানার ওসি মাহাবুবুল আলম জানান, পরিবারের লোকজন হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে অপ্রয়োজনীয় টাকা খরচ করায় পরিবারের সদস্যরা তাকে বকাঝকা করে। সে অভিমান করে বিষপান করে আত্মহত্যা করেছে।
বিডি প্রতিদিন/এমআই