চট্টগ্রামের রাউজান উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভায় হামলার ঘটনায় আবদুল্লাহ আল হামিম (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। হামিম রাউজানের স্থানীয় বাসিন্দা। সে রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর সন্তান ফারাজ করিম চৌধুরীর অনুসারী ছাত্রলীগ নেতা বলে দাবি করেছে পুলিশ।
রাউজান থানার ওসি একেএম সফিকুল আলম চৌধুরী জানান, গত সোমবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির উপস্থিতিতে এক সভা হয়। সেখানে কিছু যুবক সমন্বয়ক সেজে সভায় ঢুকে পড়তে চেয়েছিল। পরে তারা সভার ভেতরে ঢুকে হট্টগোল, হাতাহাতি ও হামলা চালায়।
এ ঘটনায় ২০ জনকে আসামি করে মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা মো. বেলাল। ওই মামলার সূত্র ধরে হামিমকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এমআই