চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম, এবং আদর্শ আমাদের জন্য একটি অনুপ্রেরণার উৎস। তিনি দেশের জন্য যে অবদান রেখে গেছেন, তা আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। তার হাত ধরেই বাংলাদেশে কৃষি, শিল্প, গার্মেন্টস, এবং মানবসম্পদ উন্নয়নে ভিত্তি স্থাপিত হয়। আমরা যদি তার আদর্শ মেনে চলি, তাহলে একদিন বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত এবং উন্নত রাষ্ট্রে পরিণত হবে।’
নগরীর পূর্ব বাকলিয়া চেয়ারম্যান ঘাটাস্থ সুজার মা’র মসজিদ প্রাঙ্গণে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ছাবেদুল হক মেম্বার স্মৃতি সংসদের চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি মেয়র হিসেবে নয়, একজন নগরসেবক হিসেবে চট্টগ্রামকে একটি আধুনিক পর্যটন নগরীতে পরিণত করার জন্য কাজ করছি। নগরীর খাল ও ড্রেন পরিষ্কার করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আগামী বর্ষার আগে জলাবদ্ধতা সমস্যার সমাধানে বড় পরিসরে পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। আমরা মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে বিশেষ স্প্রে কার্যক্রম চালু করেছি। পাশাপাশি জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিচ্ছি, যাতে কেউ রাস্তা, খাল বিলে প্লাস্টিক বা আবর্জনা দিয়ে নষ্ট না করে।’
সংগঠনের সভাপতি আজিজুল হক মাসুমের সভাপতিত্বে আব্বাস আলী এবং মাহবুব সিদ্দিকীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহ, শাহজাহান সিরাজ, আবদুল্লাহ আল ছগির, মো. ইলিয়াছ, রৌশাঙ্গীর আমিন, কামরুল ইসলাম।
বিডি প্রতিদিন/নাজমুল