চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার অংশগ্রহণে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া অনুষ্ঠানে অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
মহড়ায় দেখানো হয়, কাল্পনিক একটি অগ্নিদুর্ঘটনার কবলে পড়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। নেপচুন এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করার সময় এই দুর্ঘটনার সূত্রপাত হয়। এসময় দ্রুত ছুটে যায় বিমানবন্দরের নিজস্ব ফায়ার ট্রাক। পাশাপাশি দুর্ঘটনা নিয়ন্ত্রণে ছুটে আসে ফায়ার সার্ভিস, বিমান, নৌ, সেনাবাহিনীর ফায়ার ট্রাক, উদ্ধারকর্মীদের যানবাহন ও অ্যাম্বুুলেন্স।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, দুর্ঘটনা মোকাবেলায় এই ধরনের প্রশিক্ষণের প্রয়োজন। তাই বছরে একবার অগ্নিমহড়ার আয়োজন করা হয়। মহড়ার মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থা ও বিমানবন্দরের দায়িত্বরতদের মধ্যে দক্ষতা ও সমন্বয় বাড়ে। এতে জরুরি পরিস্থিতি দ্রুত কাজ করা সম্ভব হয়।
বিডি প্রতিদিন/নাজমুল