চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নে মসজিদের মাইকের লাইন মেরামতকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খতিব মাওলানা মোহাম্মদ আজগর মারা গেছেন। শুক্রবার উপজেলার দক্ষিণ কাথরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মাওলানা মোহাম্মদ আজগর দক্ষিণ কাথরিয়া আইল্লার বাপের বাড়ির মোহাম্মদ জেবল হোসেনের ছেলে।
বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টের সময় পাশে আরেকজন মুসল্লি ছিলেন। তিনি দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম